ইচ্ছে হলে

মোঃ জয়নাল আবেদীন (২২,৪৩৪) | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইচ্ছে হলে গাইতে পারে
ডানা মেলে উড়তে পারে
নেই কোনো বারণ

রনি ঠায় বসে আছে
নেই নড়ন চড়ন
এটা কেমন পণ।

ইচ্ছে হলে আঁকতে পারে
সাঁতার কেটে ভাসতে পারে
কিন্তু কিছু করবে না সে
এটা রনির পণ।

পূর্ববর্তী নিবন্ধগাছের পাতা খায়
পরবর্তী নিবন্ধতেইশ