মহানগরী কিশোর ফুটবল লিগের দুটি খেলা গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। বেলা ১.১৫ টায় দিনের ১ম খেলায় মহসিন সাজু ফুটবল একাডেমি ৬-০ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. খলিল ২টি গোল করেন।
এছাড়া শাকিব, ইয়াকুব হোসেন,জুনায়েদ আহম্মেদ এবং মো. সাইমন প্রত্যেকে ১টি করে গোল করে। দিনের ২য় খেলায় বেলা ২.৩০ টায় সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি ৪-১ গোলে হালিশহর একাদশ ক্লাবকে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে বোরহান শাকিব,তাহমিদ হাসান রাফী, আল-আমিন এবং বৃন্দা দাশ প্রত্যেকে ১টি করে গোল করেন। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বেলা ১.১৫ টায় মুখোমুখি হবে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং কাজল ফুটবল একাডেমি, ২য় খেলা বেলা ২.৩০ টায় অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি এবং রামপুর একাদশ। দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হবে।












