অসহায় মানুষের সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব

সেলাই মেশিন বিতরণে সিডিএ চেয়ারম্যান

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছেন, সাধারণ ও অসহায় মানুষদের সেবা কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ২৫ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ১৪ জন আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান উপরোক্ত মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী। ট্রাস্টের নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ।

বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক (অর্থ) আলহাজ্ব মোহাম্মদ হারুণ শেঠ, পরিচালক এ এইচ এম কফিল উদ্দিন, পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. মাহতাব উদ্দিন ও সমাজকল্যাণ বিভাগের সদস্য সচিব আ ন ম আবদুস শাকুর। প্রধান অতিথি ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ট্রাস্টের আজীবন সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

সংবির্ধতরা হলেন ডা. ধনঞ্জয় দাশ, শামীম আকতার, মঈন উদ্দিন জিলাল, মোহাম্মদ সেলিম উল্লাহ, মো. শাহীনুর রহমান মুরাদ, মোহাম্মদ আবদুর রহিম, অধ্যাপক সেলিম উদ্দিন, অধ্যক্ষ মোহা. হারুনুর রশিদ, মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, এ কে জাহেদ চৌধুরী, সাংবাদিক কলিম সরওয়ার, সুমাইয়া সালাহউদ্দিন ও ডা. হাসনা আরা।

প্রধান অতিথি ২৫ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন হস্তান্তর করেন। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম বালিকা সদন হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও ১৩ জন চট্টগ্রাম এর বিভিন্ন উপজেলার দুস্থ অসহায় মহিলা ও নারী উদ্যোক্তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান
পরবর্তী নিবন্ধ‘সন্তান নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত’