রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা

ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় স্কেভেটর দিয়ে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করার অপরাধে এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গজালিয়া এলাকায় এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে স্কেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার সত্যতা পেয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদুল আলমকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৪ লাখ ৮৩ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা