বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরী ও উপজেলার শীতার্তদের মাঝে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রিয় বাংলাদেশ ও সিকদার ফাউন্ডেশন : সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বায়েজিদ লিংক রোডে অবস্থিত জামিউস সুন্নাহ ইবতেদায়ী মাদরাসায় কম্বল ও নাস্তা বিতরণ করা হয়েছে। মুজিবুল হক তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা লায়ন মো. সেলিম, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি, প্রিয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এডমিন লায়ন চৌধুরী, আনোয়ারুল আজিম মাসুদ ও জিয়াউল হক জিয়া। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান বলেন, প্রচণ্ড শীতে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে হতদরিদ্র, পথশিশু ও এতিম শিশুদের মাঝে আমরা বদ্ধপরিকর।

অনুরূপা ফাউন্ডেশন : অনুরূপা ফাউন্ডেশন-বাংলাদেশের উদ্যোগে গত ৩০ ডিসেম্বর শতাধিক প্রবীণ অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাঁশখালীর বাণীগ্রাম শ্রীশ্রী জগনাথ মন্দির প্রাঙ্গণে অনুরূপা ফাউন্ডেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল।

শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের সম্পাদক প্রদীপ মিত্র চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মঞ্জু ভট্টাচার্য, ডা. কিরন্ময় চৌধুরী, প্রদ্যুৎ মিত্র চৌধুরী, ইন্দিরা ঘোষ, রত্না দে, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, করুণাময় ভট্টাচার্য, মশিউল আলম সিবলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক নির্মল পাল।

কাদেরীয়া চিশতীয়া পরিষদ : হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ১ জানুয়ারি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবী মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

অনুষ্ঠানে আলোচক ছিলেন মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ ইব্রাহীম খলিল খোকন, মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ আবু ইউছুপ ইমন, মুহাম্মদ জোনায়েত হোসেন লিমন, মুহাম্মদ ছাবের হোসেন, মুহাম্মদ ফরহাদ উদ্দিন মুন্না, মুহাম্মদ সাব্বির হোসেন, মুহাম্মদ মেজবাহ উল্লাহ, মুহাম্মদ ইলিয়াস আকবর, মুহাম্মদ নুর উল্লাহ প্রমুখ।এলাকার বহু শীতার্ত গরিব মানুষের মাঝে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র নারী-পুরুষেরা শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মহসিন কলেজ এইচএসসি ৯৪ কমার্স ফ্যাকাল্টি : হাজী মুহাম্মদ মহসিন কলেজ এইচএসসি ৯৪’ কমার্স ফ্যাকাল্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। ১ম পর্বে গত ২৫ ডিসেম্বর রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২য় পর্বে গত ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপে মাইজচরা ৩নং ওয়ার্ডে দুটি এতিমখানা সহ অসহায়, দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে কাজী আশিক ই এলাহি, ইকবাল হোসেন, এম ই কায়ছার উপস্থিত ছিলেন।ধারাবাহিক ভাবে এই বছর আরো বেশ কিছু এতিমখানা কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

কোয়েপাড়া সুহৃদ সংঘ : কোয়েপাড়া সুহৃদ সংঘের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীর পক্ষ থেকে পশ্চিম বেতাগীর ৩০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংঘের সহ-সভাপতি নাহার নবুয়ত, যুগ্ম সম্পাদক এটি এম শাহেদ চৌধুরী, সিনিয়র সদস্য সুজন চৌধুরী, ইরফান ইউসুফ চৌধুরী শেফতা চৌধুরী, সিগ্ধা চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মিসবাহ উদ্দিন চৌধুরী, সামিন নাজিয়াত চৌধুরী, সাজ্জাদ উদ্দিন চৌধুরী, ইমরান কাদের চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমানবতা জাগ্রত ছিল বলেই তাঁরা সমাজের প্রেরণা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকে দুর্বৃত্তের আগুন