বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় : বাঁশখালী প্রতিনিধি জানায়, বাঁশখালীতে সারাদেশের ন্যায় বই উৎসব মাধ্যমিক পর্যায়ে ও প্রাথমিক পর্যায়ের পৃথকভাবে অনুষ্টিত হয়। রবিবার সকালে বছরের প্রথম দিনের শুরুতে মাধ্যমিক পর্যায়ে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বই উৎসবে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন প্রমুখ।
চান্দগাঁও হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয় : চান্দগাঁও থানা এলাকার হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম আসাদুজ্জামান, স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা শারমিন, নাহিদা সুলতানা হ্যাপি, মো. সাইফুদ্দিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল : চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে গতকাল বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
কাগতিয়া কামিল এম এ মাদরাসা : গতকাল কাগতিয়া কামিল এম.এ মাদরাসা মহানগর ক্যাম্পাসে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ। সকাল থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যবই। এবার বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
সাবেক মেয়র এম. মনজুর আলমের শিক্ষা প্রতিষ্ঠান : সাবেক সিটি মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, উত্তরকাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কিন্ডার গার্টেন ও হাইস্কুল, নিউমনসুরাবাদ আলহাজ্ব মোস্তফা–হাকিম কিন্ডারগার্টেন স্কুল, দক্ষিণ সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা–হাকিম প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি দিঘীনালা হোছনে আরা মনজুর বিদ্যানিকেতনে সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ উপলক্ষে ১ জানুয়ারি সকালে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ছাত্র–ছাত্রীদের বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক, সমাজসেবক মোহাম্মদ সাইফুল আলম। এতে মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম, নেছার আহমদ, কাজী মাহবুবুর রহমান ও আবদুছ সাত্তার মজুমদার সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢেমশা উচ্চ বিদ্যালয় : ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বই উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য রমজান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিন্টু সেন প্রমুখ।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : গতকাল রবিবার অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে করা হয়। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, সহকারি প্রধান শিক্ষক কবিতা চৌধুরী, শিক্ষক, কর্মকতা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। বই বিতরণে উৎসব উদ্বোধন করেন প্রধান শিক্ষক সজল কুমার দত্ত।
দারুল উলুম কামিল মাদরাসা : দেশের প্রতিটি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য বলে মত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদরাসা এবং হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রঃ) দাখিল মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। রবিবার দারুল উলুম কামিল মাদরাসা এবং হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রঃ) দাখিল মাদরাসায় বিনামূল্যে বই বিতরণকালে উক্ত মত প্রকাশ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাবুদ্দিন আহমদ, মো. লোকমান হোসেন, মফিজুর রহমান, মো. মনির কোম্পানী, হাবিবুর রহমান, মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া প্রমুখ।
শহিদ নগর বালিকা উচ্চ বিদ্যালয় : লালখান বাজার ওয়ার্ডের শহিদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেবারপাড় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার, আশরাফুল আলম, হাসান দস্তগীর আজাদ, সাধন সিং, হাবিবুল আলম পেয়ারু, প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ।
রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুল : রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল কতৃক আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব উদযাপন এবং বিনামূল্যে বই বিতরণ এবং একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। গতকাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু নূর মো. আবদুস শাকুরের (মাসুদ রেজা) সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আন্জুমান আরা আন্জু। আরো বক্তব্য রাখেন, যুবলীগের সাবেক সদস্য শহিদুল ইসলাম মকবুল, এস এম সাইদ সুমন, খোকন চন্দ্র তাঁতি, রতন মল্লিক, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার, বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধি রাশেদুল ইসলাম।
দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় : গতকাল দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. ইসমাইল। এসময় তিনি বলেন, আমি কেবল আপনাদের সেবক মাত্র। প্রধানমন্ত্রীর উপহার এ বিনামূল্যের বই। আজ নিষ্পাপ মুখের হাসি দেখে আমি আনন্দে আপ্লূত, আমরা একসময় কখন বাবা টাকা দিয়ে বই কিনে দিবে সে অপেক্ষায় থাকতাম। আজকালের শিশরা হয়তো জানেই না বইয়ে একসময় কিনে পড়তো হতো ; এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনারই অবদান।
মাইজপাড়া গাউছিয়া দাখিল মাদরাসা : গতকাল রবিবার মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ উৎসব দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি রাজনীতিবিদ মুহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল মোতালেব, অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ এখলাসুর রহমান।
রাঙ্গুনিয়া মুরাদেরঘোনা প্রাথমিক বিদ্যালয় : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে রোববার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য এডভোকেট মোস্তফা রাহিলা চৌধুরী রেখা। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র–২ তারেকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, আজিজ হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক তাপস চক্রবর্তী।