সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে দুর্ঘটনায় নিহত ১০ পরিবারের সদস্যদের মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। রবিবার নওফেলের পক্ষে চশমা হিলের বাসভবনে এ শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার পিতা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের গণমানুষের নেতা ছিলেন। তাই আমার পিতার কুলখানিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশী মানুষের উপস্থিতি ঘটেছিল। সেই কারণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ১০ জনের মৃত্যু ঘটে যা অত্যন্ত দুঃখজনক। আমি এবং আমার পরিবার দুর্ঘটনায় নিহতদের আমাদের নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি। আপনাদের সুখে–দুঃখে, যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।