এবারের বিপিএলে বেশ ভাল দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের সাথে নতুন যোগ দিয়েছেন দুই শ্রীলংকান ক্রিকেটার। তারা হলেন বিজয়কান্ত ভিয়াশকান্ত এবং মালিন্দা পুষ্পাকুমারা। এই দুই লংকান ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তিকে আরো বৃদ্ধি করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া দলটি যোগ করেছে আফগানিস্তানের তরুন ক্রিকেটার ডরউইশ রসুলকে। এখন দলটির আশা বিপিএলের শিরোপা জেতা। দলটিতে রয়েছে আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহির পাশাপাশি তৌফিক তুষার ও ইরফান শুক্কুর। যারা ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল করেছে।
এছাড়া দলে রয়েছে ফরহাদ রেজা এবং শুভাগত হোমের মত অভিজ্ঞ ক্রিকেটার। দলের বিদেশী ক্রিকেটারও কম অভিজ্ঞ নয়। আসান প্রিয়াঞ্জন, ভি.ফারন্যান্দো, উন্মুক্ত চাঁদ, ম্যাঙওয়েল পেট্রিক ও কার্টিস ক্যাম্পাররা কাউন্টি আর হান্ড্রেড খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। তাই এদের উপর ভরসা রাখাই যায়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ থেকে তাদের অনুীশলন শুরু করতে যাচ্ছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশে একাডেমি মাঠে আজ সকালে শুরু হবে দলের অনুশীলন। এরই মধ্যে দলের সব ক্রিকেটার যোগ দিয়েছেন ক্যাম্পে। তাই পুরোদমে প্রস্তুতি শুরু করতে চাইছে দলটি। যেহেতু লক্্যষ এবার শিরোপা জেতা সেহেতু প্রস্তুতিতেও কোন ঘাটতি রাখতে চাইছেনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।