হাটহাজারীর ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুকুর ভরাটের সত্যতা পেয়েছেন। এজন্য তিনি আজ রোববার পুকুর মালিক ও ভরাটের সাথে জড়িতদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার দপ্তরে যেতে বলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে ক্ষেত্রপাল বাড়ি এলাকায় একটি শতবর্ষী পুকুর ভরাট কার্যক্রম চলছে। পুকুর ভরাট করার জন্য ১০/১২ ট্রাক মাটি ফেলা হয়েছে। সংবাদ পেয়ে গতকাল ইউএনও মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুকুর ভরাট করার জন্য বেশ কিছু মাটি পুকুরের জলীয় অংশে ফেলার বিষয় প্রত্যক্ষ করেছেন। এ সময় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ইমন শীল রবিন তার সাথে ছিলেন।
এ বিষয়ে কথা বলতে চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাছানজামান বাচ্ছুকে গতকাল রাতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ইউএনও মো. শাহিদুল আলম জানান, রোববার পুকুর মালিক ও ভরাটের সাথে জড়িতদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার দপ্তরে আসার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি পুকুর ভরাটের সাথে জড়িতরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আজাদীকে জানান।