বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৪র্থ দিনের আলোচনা সভা সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দীন কামালের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, প্রেমানন্দ চৌধুরী, নজরুল ইসলাম মোস্তাফিজ, মো. তৌহিদুল ইসলাম, মো. দাউদ মানিক, নিজাম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে জিয়াউর রহমান দল গঠন করেন। বাংলাদেশের জন্ম মানে আওয়ামী লীগ, বিজয় দিবস মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেন। আজ বিজয় মেলার শেষ দিনে শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চোধুরী।