চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২২–২০২৩ এক সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার নগরীর এলজিইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন একটি অপরিহার্য কৌশল। তিনি প্রকৌশলীদের উদ্দেশ্য করে বলেন, স্কিম অনুমোদন দেওয়ার সাথে সাথে প্রত্যেক প্রকৌশলীর কর্তব্য হলো দরপত্র আহ্বান করা। এবং তা মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। এলজিইডির বিভিন্ন কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে যথাযথ ভাবে পৌছে দেয়ার অহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল কাজে স্বচ্ছতা এবং সকল কর্মকর্তা–কর্মচারীদের জাবাবদিহীতা নিশ্চিত করার প্রতি গুরাত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমেদ, রাঙ্গামাটি অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ, নির্বাহী প্রকৌশলী হাসান আলী। প্রেস বিজ্ঞপ্তি।












