বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুনের সভাপতিত্বে ও মহাসচিব সাইফ উল্যাহ মনসুরের সঞ্চালনায় নগরীর সিজেকেএস শপিং কমপ্লেক্স রোটারি সেন্টারের হল রুমে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আতাউল করিম, কমিশনার কে এম এইচ শহিদুল হক, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসেন, ছলিমুল হক চৌধুরী, এ আর খান, মোহাম্মদ কামাল উদ্দিন, আবদুর রশিদ বুলু, ফজলুল কাদের, আ.ত.ম জাফরুল আলম, মঈনুল ইসলাম, নাজমুল হক চৌধুরী, জাহানারা আরজু, মোষকুরা জামাল বেলী, ডা. রাগিব মনজুর, একেএম সাইদুল ইসলাম, মোমিনুল হক চৌধুরী, আলা উদ্দীন, নুরুল আনোয়ার, ইঞ্জিনিয়ার আরিফ হাসনাইন, আহাম্মদ নুর ফাহাদ, সালাউদ্দিন চৌধুরী, দীল মোহাম্মদ চৌধুরী, নেজাম উদ্দিন সওদাগর, সুলতান মাহমুদ কাইসার প্রমুখ। মোমিনুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত ও দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সাবেক সহ সভাপতি আব্দুর রশিদ ভুলু। সভায় উপস্থিত সিনিয়র সদস্য, আজীবন সদস্য এবং অন্যান্য সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ও এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থে বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত বর্ধিত করার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












