সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে মেয়র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা দেশের সচেতন নাগরিক। সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক। আপনারা সমাজের চোরা কারবারিদের বিরুদ্ধে লেখেন, ব্যাংক লুটরাদের বিরুদ্ধে লেখেন। সমাজের যেখানেই অন্যায়অনাচার দেখা যায়, সেখানেই আপনাদের সরব উপস্থিতি লক্ষ্যণীয়। আপনাদের দিকে তাকিয়ে থাকে পুরো দেশের জনগণ। তাই আপনাদের সবসময় সতর্কতার সহিত কাজ করতে হয়। এতে করে সকল ষড়যন্ত্র, অপশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিষ্ঠান। এই ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী এসেই জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন। গত ২ মেয়াদে আমার সভাপতি থাকাকালীন সময়ে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা যেভাবে সহযোগিতা করেছেন, সে জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় মঞ্চে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার
পরবর্তী নিবন্ধনিহিল এই কালে