সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করা হবে। সিজেকেএস ক্রিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে দলগুলোকে আগামীকাল ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে ১২ জন স্থানীয় খেলোয়াড়ের নামের তালিকা সিজেকেএস অফিসে জমা প্রদানের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে দল বদলকৃত খেলোয়াড়দের দলের অন্তর্ভূক্তি বাধ্যতামূলক। আগামী ১ জানুয়ারী রোববার সন্ধ্যা ৬.৩০টায় সিজেকেএস কনফারেন্স রুমে ক্রিকেট কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সিজেকেএস ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দকে এবং প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের একজন স্টেডিয়াম প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।