‘মদ খেয়ে বিতণ্ডার পর’ যুবককে হত্যা, বান্দরবানে গ্রেপ্তার ১

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:২৬ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় মদ খেয়ে বাকবিতণ্ডার সময় উসানু মারমা (৩৫) নামে এক যুবককে ‘হত্যা’র ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাং পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে অংসাইচিং মারমা (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্র জানায়, বুধবার রাতে পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাং পাড়ায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা উসানু মারমার লাশ উদ্ধার করা হয়। সে রুমা উপজেলার এলিম চান্দলা পাড়া এলাকার বাসিন্দা। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা ক্যচিং মারমা বাদী হয়ে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অংসাইচিং মারমাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মদ্যপান করে তর্কাতর্কির এ পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুমা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন মেট্রোতে চড়লেন ৩৮৫৭ জন, আয় পৌনে তিন লাখ টাকা
পরবর্তী নিবন্ধ৭৮৬