চমেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:২২ পূর্বাহ্ণ

শেয়ারিং নলেজ, কেয়ারিং লাইফ’ স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল সকালে পায়রা উড়িয়ে ও বৃক্ষ রোপণের মাধ্যমে তিন দিনব্যাপী (২৯৩১ ডিসেম্বর) এ সম্মেলনের উদ্বোধন করা হয়। চমেক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় চমেক শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে ৩১ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত এ সম্মেলন চলবে।

গতকাল সকালে কনফারেন্স পর্বের উদ্বোধনীতে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (সিডিসি) প্রফেসর নাজমুল ইসলাম মুন্না, লাইন ডাইরেক্টর (এনসিডিসি) অধ্যাপক ডা. রোবেদ আমিন, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. সামসুন্নাহার, অধ্যাপক ডা. রিদুয়ানুর রহমান, অধ্যাপক ডা. মাহমুদুল হাসান।

এসময় অন্যান্যের মাঝে চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান ও চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারউল হক শামীম, মেডিসিন বিভাগের অধ্যাপক ও সম্মেলন কমিটির সভাপতি ডা. অনিরুদ্ধ ঘোষ, সম্মেলন কমিটির সদস্য সচিব ও গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. প্রণয় দত্ত, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুর সাত্তার, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. বাসনা মুহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার শুরু হলেও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক এ সম্মেলন ঘিরে চমেক ক্যাম্পাসে দেশিবিদেশি চিকিৎসকের মিলন মেলা বসেছে। ১ হাজার ২৫০ জন চিকিৎসক এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এর মাঝে কলকাতার প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. রাজিব রমনসহ ভারত, আমেরিকা, ইংল্যান্ড ও বাহরাইন থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ১০ জন চিকিৎসক এ সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল সম্মেলনে স্টেট অব আর্ট লেকচার এবং প্রয়াত তিনজন বরেণ্য শিক্ষক প্রফেসর এল এ কাদেরী, প্রফেসর সৈয়দা নূরজাহান ভূঁইয়া ও প্রফেসর মাহতাব উদ্দিন হাসান স্মরণে তিনটি মেমোরিয়াল লেকচার অনুষ্ঠিত হয়েছে। মেমোরিয়াল লেকচার প্রদান করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, একুশে পদক প্রাপ্ত অধ্যাপক সায়েবা আক্তার ও অধ্যাপক আমির হোসেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে লেকচার দেন অধ্যাপক ডা. এম এ ফয়েজ, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক ডা. সামসুন্নাহার, অধ্যাপক ডা. রিদুয়ানুর রহমান, অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর। অর্থোপেডিক ও অ্যানেসথেসিয়া সিম্পোজিয়ামে নিবন্ধ উপস্থাপন করেন ভারতের ডা. রাজিব রমন, ব্রুনাইয়ের ডা. কামরুল এবং ঢাকা পঙ্গু হাসপাতালের ডা. হাসান মাসুদ।

সম্মেলনে ৬টি প্লেনারী সেশন, ২টি আন্তর্জাতিক হাইব্রিড সেশন, বিদেশি বিশেষজ্ঞদের ১৫টি উপস্থাপনা, দেশের বরেণ্য চিকিৎসকদের ৪৪টি নিবন্ধ এবং বিভিন্ন বিষয়ের গবেষণালব্ধ ১০০টি ফ্রি পেপার ও ৪৪টি পোস্টার উপস্থাপিত হবে। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর সর্বশেষ গবেষণালব্ধ জ্ঞান সম্পর্কে চট্টগ্রামসহ দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্মেলনে অভিজ্ঞতা বিনিময় করছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর আগের মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
পরবর্তী নিবন্ধপাল্টা কর্মসূচি নয়, শুক্রবার পাহারায় থাকবে আওয়ামী লীগ : হাছান মাহমুদ