বহদ্দারহাটে এক অফিস থেকে ৯টি ল্যাপটপ চুরি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:১৯ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অফিস থেকে ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। গত বুধবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, শামসুল হক ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। বুধবার রাতে ফাউন্ডেশন কার্যালয়ের ৫টি কক্ষে ভাঙচুর চালিয়ে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তার আগে তারা সিসিটিভির তার ছিঁড়ে ফেলে। ক্যামেরাগুলোও ভাঙচুর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচালককে চেতনানাশক খাইয়ে সিএনজি টেক্সি ছিনতাই
পরবর্তী নিবন্ধঘরে ঘরে পাহাড়ি ঝাড়ুফুলের কদর