বান্দরবানের রুমায় উসানু মারমা নামে ৩৫ বছরের এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বুধবার রাতে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাং পাড়ায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উসানু মারমা নামের ওই ব্যাক্তির বাড়ি রুমা উপজেলার এলিম চান্দলা পাড়া এলাকায়।
মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা ক্যচিং মারমা বাদী হয়ে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারী অংসাইচিং মারমা(৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মদ্যপান করে তর্কাতর্কির এ পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই উসানু মারমার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। রুমা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।