‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকূট লিখে গৃহবধূর আত্মহত্যা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:১৬ পূর্বাহ্ণ

আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়এমন চিরকূট লিখে ফটিকছড়িতে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভূজপুর থানার বাগান বাজার ইউপির ২ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূর নাম রাবেয়া বেগম (৩০)। তিনি আলমপুর গ্রামের নেজাম উদ্দীনের স্ত্রী। ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। স্থানীয় ইউপি সদস্য মো. ফারুখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আলমপুর গ্রামের নেজামের স্ত্রীর আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে কী কারণে এ ঘটনা এখনো জানি না।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল জানান, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে বাগান বাজারে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাড়া বাড়ার আতঙ্কে ভাড়াটিয়ারা
পরবর্তী নিবন্ধনগরীর তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা