শীতের প্রতিনিয়ত অসহায়, দুস্থ, ভ্যানচালক, রিকশাচালকসহ শতাধিক মানুষের মাঝে শীতের পরশ দিতে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে রেড ক্রিসেন্ট। তার অংশ হিসেবে ৫০০ শীতার্তদের সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে পরম ব্রতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর বহদ্দারহাট এলাকায় গতকাল অসহায় শীতার্থ, এতিমখানা ও বৃদ্ধদের মাঝে উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম.এ.ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী।
বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার, সম্মানিত অতিথি ছিলেন কাউন্সিলর এম আশরাফুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম, মোশারাফুল হক চৌধুরী, মো. ইমতিয়াজ। এসময় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উপ যুব প্রধান–১ ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী সহ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব সদস্যরা।
শীতবস্ত্র বিতরণকালে এম রেজাউল করিম চৌধুরী বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। প্রেস বিজ্ঞপ্তি।