চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কউিমউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন)-এর সাথে “ঈধসঢ়ঁং ঘবঃড়িৎশ গধরহঃবহধহপব ঝবৎারপব” শীর্ষক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিলনায়তনে উক্ত চুক্তি স্বাক্ষর হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত উপস্থিত ছিলেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব ও লিগ্যাল অ্যান্ড এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. মোখতারুল মোস্তফা এবং বিডিরেনের পক্ষে ডাটা সেন্টারের ম্যানেজার খোন্দকার রাশেদুল আরেফীন স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।