পটিয়ায় বাংলাদেশ রেলওয়ের স্টাফ বাসা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও বাসা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে কর্তৃপক্ষ। জানা যায়, রেলওয়ের পিডব্লিউডির স্টাফ মো. ইলিয়াসকে পটিয়া রেল স্টেশনের টি৫–বি বাসাটি রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩ মাস আগে বরাদ্ধ প্রদান করে। কিন্তু বাসাটি অবৈধ দখলদারের দখলে থাকায় তিনি বাসাটির দখল বুঝে নিতে পারেননি। গতকাল মঙ্গলবার বিকেলে রেলওয়ের দায়িত্ব প্রাপ্ত একদল পুলিশ ফোর্সসহ উপস্থিত হয়ে অবৈধ দখলদারকে এ বাসা থেকে বের করে বাসায় তালা লাগিয়ে পরবর্তীতে মো. ইলিয়াসকে হস্তান্তর করে। পটিয়া থানার নিরাপত্তা কর্মকর্তা কৃষ্ণ চক্রবর্তী বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের স্মারকমূলে প্রাপ্ত পত্র মোতাবেক বাসা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে অন্যান্য বাসাগুলোও উদ্ধার করে এই এলাকাকে বসবাসের উপযোগী করা হবে।
বরাদ্ধের বিষয়ে মো. ইলিয়াস বলেন, আমি বাসা বুঝে পেয়েছি। কিন্তু বাসাটি অরক্ষিত। এখানে মেরামতের মাধ্যমে বাসাটি বসবাসের উপযোগী করতে হবে। আর নিরাপত্তা জোরদার করতে হবে।










