কাজ মানুষকে কোথায় নিয়ে যায় তা আমরা কল্পনাও করতে পারি না। ভালো কাজ আপনাকে স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে পারে আবার মন্দ কাজ জীবনকে করে দিতে পারে বিভীষিকাময়।
কাজে লেগে থাকা, পরিশ্রম করা, যে কাজটি করছি তার প্রতি নিবেদিত হলে, গভীরভাবে মনোনিবেশ করলে সাফল্য আসবেই। নিজের প্রতি অটল বিশ্বাস স্থাপন করতে পারলে স্বপ্ন ধরা দিবেই। তখন স্বপ্নপূরণের আশা শতভাগ করাই যায়। আর ভাগ্য সুপ্রসন্ন হলে তো কথাই নেই। তো ভাগ্য সবার সুপ্রসন্ন হয় না। আমরা আত্মবিশ্বাস হারাই দ্রুত।
তবে এটাই সত্য লেগে থাকতে হবে আত্মবিশ্বাস নিয়ে। অস্থির হলে চলবে না। অস্থির বা ধৈর্যহারাদের কাছে সাফল্য সৌভাগ্য হয়ে আসে না। অহংকার ও মানুষের জীবনপথ পালটে দেয়। তাই নিরহংকারী বিনয়ী মানুষরাই সর্বক্ষেত্রে জয়ী হয়। মানুষের পছন্দের হয়। সাফল্যও যেনো তাকে খুঁজে। ব্যতিক্রম ও আছে কিন্তু আমরা ব্যতিক্রমকে কখনোই উদাহরণ হিসেবে দেখি না। নিরলস প্রচেষ্টা আর নিজের সেরাটা দিয়ে সাফল্য আসেনি এমন কিন্তু কমই দেখা যায়। বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যাদের আমরা অনুকরণ, অনুসরণ করি বা যুগে যুগে যুগে কালে কালে করবে তারা সবাই পরিশ্রমী ছিলেন। অধ্যবসায়ী ছিলেন। তাদের প্রত্যেকের ইতিহাস জানলে দেখবো কাজ শ্রম সাধনা সততা আর সময়ের কাছে তারা নিজেকে নিবেদিত রেখেছিলেন। এমনি এমনি জীবনে কিছু আসে না। ছোটবেলায় শিখেছিলাম : পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। জীবন এক কঠিন সংগ্রামের নাম। এই কঠিন সংগ্রামে যিনি সফল জীবনে তিনিই সফল । নয় মাস কঠিন সংগ্রামের নাম বাংলাদেশ।