আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুক নামে এক আইনজীবীর সম্পৃক্ততা পাওয়া গেছে যিনি ছিলেন প্রয়াত রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ছিলেন।
সোমবার (২৬ ডিসেম্বর) এ ঘটনায় আইনজীবী ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার (ডিসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “ওমর ফারুককে ৫-৬ দিন আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুকের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। সম্পৃক্ততার বিষয়টি তিনি স্বীকার করে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুই দফায় চারদিন রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।”
দুই জঙ্গি ছিনতাইয়ে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
জানা গেছে, ওমর ফারুক পালিয়ে যাওয়া এক জঙ্গির ভগ্নীপতি।