দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ০৩ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল দশমিক ৪৪ শতাংশ। গতকাল বেড়ে হয়েছে দশমিক ৪৭ শতাংশ। খবর বাসসের।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৪ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৩৫১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৫৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে হবে
পরবর্তী নিবন্ধইরানে বিক্ষোভ শততম দিনে