চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর আয়োজনে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব উদ্যাপন উপলক্ষে স্থানীয় জে.এম সেন হল প্রাঙ্গনে দুইদিনব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিবসে সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। দি–পূর্বকোণ লি. এর চেয়ারম্যান জসিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ডা. মৃদুল কান্তি দে, ডা. অরুন কুমার মিত্র। সভাপতিত্ব করেন ডা. পরেশ চক্রবর্ত্তী। সকাল সাড়ে ১০টা হতে শিশু–কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি ও স্বরূপানন্দ বাণী লিখন প্রতিযোগিতা, ব্রহ্মগায়ত্রী ও হরিওঁ কীর্ত্তন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় দিপ্তী ঘোষের সভাপতিত্বে যুব ও নারী সমাজের চরিত্র গঠনে স্বামী স্বরূপানন্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন চিন্ময়ানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ড. তাপসী ঘোষ রায়, অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ, স্থপতি অধ্যাপক কানু কুমার দাশ, মহিলা কাউন্সিলর রুমকী সেনগুপ্ত। সভায় স্বাগত বক্তব্য রাখেন আশীষ দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোমা বিশ্বাস, সুরজিৎ বর্ধন, মনিকা চৌধুরী, হৈমন্তী দে হিমু, অরুনিমা পাল, প্রজ্ঞা দাশ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রণব কুমার দাশ ও মিঠু তলাপাত্র। সন্ধ্যা সাড়ে ৬টায় স্বামীজির আবির্ভাব দিবসের অধিবাস উপাসনা এবং রাত ৮টায় স্বামীজির কর্মজীবনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষে স্বামীজির অনবদ্য সংগীতের মাধ্যমে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আত্মদানের মন্ত্রে দীক্ষিত হব ভাই’ অনুষ্ঠিত হয়। এতে প্রথিতযশা সংগীত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।