সরকার পতনের যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রাখতে ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির নেতারা হলেন– স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। খবর বিডিনিউজের। এদিকে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে কর্মসূচি সমন্বয়ের
জন্য এলডিপিও লিয়াজোঁ কমিটি গঠন করেছে। দলটির মহাসচিব রেদোয়ান আহমেদকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য নুরুল আলমকে সদস্য সচিব করে ৫ সদস্যের এই কমিটি করা হয়েছে বলে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। কমিটির অন্য সদস্যরা হলেন নিয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল ও মাহবুব মোর্শেদ।











