রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৩:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা হেড মাঝি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ হোসেন (৪০)। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

নিহত হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিল।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু