হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও জেলা সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় গত ২৩ ডিসেম্বর চকবাজারস্থ চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথি বোডের্র সাবেক সদস্য ডা. সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহোপ জেলা সহসভাপতি ডা. আবদুর রহমান, ডা. এসএম ছালেহ জাহাঙ্গীর, মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. মুহাম্মদ মহসীন, প্রভাষক ডা. তাপস ভট্টাচার্য্য, প্রভাষক ডা. সাকিনা আকতার লাকী, অধ্যক্ষ ডা. পি.সি সাহা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন ডা. আবদুর রাজ্জাক, ডা. শিপ্রা প্রভা মহাজন, ডা. সুবীর দত্ত, ডা. আবদুল কাদের, ডা. মোহাম্মদ মুছা, ডা. এমএ ফজল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

ডা. ওমর ফারুক, ডা. মনিমা পাল, ডা. শাহিনা আক্তার, ডা. পলাশ ভট্টাচার্য, ডা. খাইরুন্নেসা মুন্নী, ডা. কাজল হাসান, ডা. আবুল বশর।

পূর্ববর্তী নিবন্ধহালদা এলাকায় বালুবোঝাই ট্রাক জব্দ, অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধঅসহায় ও দুস্থদের জন্য শীতের রাতে গরম পিঠা