লেবাসধারী
দমবন্ধ বাস আমাদের
কোথাও খালি বিল নেই
বিল না থাকুক, হিলের পাশে
কোথোও কোনো ঝিল নেই।
ধোঁয়ায় ভরা ওই আকাশে
সবই আঁধার, নীল নেই;
উড়ছে পাখি ঝাঁকে ঝাঁকে
কিন্তু কোথাও চিল নেই।
মায়াও নেই, ছায়াও নেই
সবার উদার দিল নেই
বেশিরভাগই লেবাসধারী
কথা ও কাজে মিল নেই।