ইউক্রেনজুড়ে বড় দিনের ছুটির এই সময়ে জনগণকে রাশিয়ার হামলার মধ্যেও অবিচল থাকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি এ বার্তা দেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, চড়া মূল্যের বিনিময়ে স্বাধীনতা আসে। তবে দাসত্বের কারণে আরও বেশি মূল্য দিতে হয়। খবর বিডিনিউজের।
তার এ বক্তব্যের আগেই খেরসনে রুশ বিমান হামলায় ১০ জন নিহত হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, হামলায় আরও ৬৮ জন আহতও হয়েছে। আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত দিতে স্থানীয় বাসিন্দাদেরকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ ও পানিহীন অবস্থায়ও আছে। অনেকেই ঘরবাড়ি উষ্ণ রাখা এবং পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে পারছেন না। এ পরিস্থিতির মধ্যেই জনগণের উদ্দেশে বড়দিনের বার্তায় জেলেনস্কি বলেছেন, যুদ্ধের শুরু থেকেই আমরা সবকিছু সয়ে নিচ্ছি। আমরা হামলা, হুমকি, পারমাণবিক ভীতি, সন্ত্রাস এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও মানিয়ে চলছি। আসুন এ শীতটাও আমরা সেভাবেই পার করি। কারণ, আমরা কিসের জন্য লড়ছি তা আমাদের জানা আছে। আমরা সব সময়ের মতো ছুটি উদ্যাপন করব। আমরা হাসব। খুশি থাকব। সব সময়ের মতো। শুধু পার্থক্য একটাই। আমরা অলৌকিক কিছু হওয়ার জন্য অপেক্ষা করব না। আমরা নিজেরাই তা সৃষ্টি করব। বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে থাকায় এবার ইউক্রেইনের নাগরিকদের অনেককেই অন্ধকার এবং ঠান্ডার মধ্যে বড় দিন কাটাতে হবে বলে কিইভ থেকে জানিয়েছেন বিবিসি–র হুগো বাচেগা। তবে ইউক্রেনীয়রা বলছে, ১১ মাসের যুদ্ধে এইসব দুর্ভোগ কেবল তাদেরকে আরও বলিষ্ঠ করেছে।