নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জানুয়ারির ২১ তারিখের পর আমরা সবাইকে আলাদাভাবে ডাকব। ইমাম, শিক্ষক, বিভিন্ন শ্রেণি–পেশার, দলের ভালো মানুষদের নিয়ে আমরা মাঠে নামব। মাদকসন্ত্রাসের বিরুদ্ধে নামব। অন্তত আমদের এলাকাটি আমরা ঠিক করব। খবর বাংলানিউজের।
গতকাল ফতুল্লার পুর্ব ইসদাইরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে শামীম ওসমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে কেন গিয়েছিলেন এক সাংবাদিক আমাকে এ প্রশ্ন করেছিলেন। আমি তাকে বলতে চাই, মাসখানেক আগে বিএনপির প্রোগ্রাম হলো। একটা ছেলে মারা গেল। যে ছেলেটা মারা গেছে বিএনপি বলবে তাদের কর্মী, আওয়ামী লীগ বলবে আমাদের আত্মীয়। পুলিশ বলবে সাধারণ পথচারী, সাংবাদিকরা ভাগ হয়ে গিয়ে কথা বলবে। সত্য কোনটা, সত্য সে একটা মানুষ, এক মায়ের সন্তান, এক বাবার সন্তান। সে যে দলই করুক না কেন। সত্য হলো তাকে আর কেউ ফেরত দিতে পারবে না। আর যেহেতু পারবে না তাই কারো মৃত্যু আমরা কামনা করি না।












