বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফাহ শিল্প নগরী শাখার উদ্যোগে বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম সিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের রাজনীতির পুরোধা ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফেল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হরিপদ দে, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন ইমু, শওকত আকবর, জামশেদ আলম, নুর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সাধারণ সম্পাদক নাছির তালুকদার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, সৈয়দ লুৎফর রহমান, জাহঙ্গীর সেলিম, নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












