রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতি সহাবস্থান ও সহিষ্ণুতার ধারা ফিরিয়ে আনতে হবে

উত্তর জেলা যুবসেনার প্রস্তুতি সভায় বক্তারা

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

আগামী ৭ জানুয়ারি ঢাকা গুলিস্তান চত্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল বিকালে হাটহাজারী সদরস্থ একটি হোটেলে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী যুবসেনার সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়দুল মোস্তফা কদমরসুলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল। বিশেষ বক্তা ছিলেন এডিএম আরুছুর রহমান। সভায় বক্তারা বলেন, বড় দুই দলের রেষারেষির রাজনীতিতে দেশবাসী আজ ক্ষুব্ধ ও হতাশ। রাজনৈতিক অঙ্গনে সমপ্রীতি, সহঅবস্থান ও সহিষ্ণুতা আজ উধাও। ক্ষমতা আঁকড়ে থাকা এবং যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে সংঘাতের রাজনীতি চলতে থাকলে দেশের অগ্রগতি থমকে দাঁড়াবে। তাই দেশের প্রকৃত উন্নতি অগ্রগতি চাইলে রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতি সহাবস্থান ও সহিষ্ণুতার ধারা ফিরিয়ে আনতে হবে। বক্তারা আগামী ৭ জানুয়ারি ঢাকার গুলিস্তান চত্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীসহ গণতন্ত্রমনা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে মহাসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়ে সুস্থ ধারার রাজনীতির পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের একযোগে কাজ করার তাগিদ দেন বক্তারা। প্রধান অতিথি অধ্যক্ষ তৈয়ব আলী বলেনপঞ্চাশ বছরেও দেশে শান্তি ফেরেনি। ক্ষমতার রাজনীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। ইসলামী ফ্রন্ট রাজনীতিতে মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ মামুনুর রশীদ জাবের, মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ আলমগীর মামুন, মুহাম্মদ মোজাহিদুল ইসলাম মুহাম্মদ আনোয়ার শাওন, ছগির আহমদ, এইচ এম শহিদুল্লাহ, মুহাম্মদ ইশতিয়াক রেজা, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ হুমায়ুন কবির ফয়েজ, সৈয়দ নেজাম উদ্দীন, এম এ রাইহান, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ কাজী শওকত, মুহাম্মদ মামুন, এম এ সাকুর, হাফেজ মহি উদ্দিন, অধ্যাপক মহি উদ্দিন, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ সওরয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নাছির উল্লাহ রুবেল, মুহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, মুহাম্মদ আবু ফয়েজ তুহিন, মুহাম্মদ রমজান আলী রুবেল, মুহাম্মদ নজরুল ইসলাম, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মদ রবিউল হোসেন সুমন, মুহাম্মদ আবদুল খালেক ও মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার মহল্লা পরিষদের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিষদ মোছাফ্‌ফাহর শাখার উদ্যোগ প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা