সেন্টমার্টিনে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন ইউএনডিপি’র বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন। গত শনিবার সেন্টমার্টিন পৌঁছেন তিনি। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যদের সাথে মতবিনিময়, দ্বীপের পরিবেশ সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসন–ইউএনডিপির উদ্যোগে গঠিত সেন্টমার্টিন এক্সিকিউটিভ কমিটির পরামর্শক সভায় অংশ নেন তিনি। গতকাল রোববার সকালে সেন্টমার্টিনের একটি নারী গ্রুপের সাথে কথা বলেন ভ্যান গুয়েন। তিনি স্থানীয় নারীদের কাছ থেকে দ্বীপের উন্নয়ন ও আর্তসামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় ইউএনডিপি কর্মকর্তা রমিজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কঙবাজার জেলা প্রশাসন ও ইউএনডিপির আর্থিক পৃষ্ঠপোষকতায় গত অক্টোবর থেকে সেন্টমার্টিনের পরিবেশ সুরক্ষায় কাজ করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সেন্টমার্টিন এক্সিকিউটিভ কমিটি।












