স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবো ফাউন্ডেশনের রেইনবো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাতকানিয়ার তুলাতলী আইডিয়্যাল স্কুল এবং রাঙামাটির কাউখালী বালিকা উচ্চা বিদ্যালয় কেন্দ্রে যৌথভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং সেলিম উদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. দিলীপ চৌধুরী, জুনাইদুল হক, আরিফুল হক কাইছার, আইয়ুব আলী ফাউন্ডেশনের সভাপতি সোহেল সিকদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং রেইনবো মেধাবৃত্তি প্রকল্পের আহ্বায়ক তাফহিমুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষা কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্যদের সাথে সার্বিক সহযোগিতা করে আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ স্কাউট টিম। প্রেস বিজ্ঞপ্তি।












