লোহাগাড়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার সীমান্ত গেইট এলাকায় যাত্রীবাহী ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ রবিবার (২৫ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে জাঙ্গালিয়ার ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পিকআপ চালকের নাম মো. রুবেল (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার জগন্নাতপুর সৈয়দ আলী বাড়ির মো. লোকমান হোসেনের পুত্র। দুর্ঘটনায় হতাহত অপর দুইজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

জানা যায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী মালবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক রুবেল ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় পিকআপের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। হতাহতরা সকলেই ছিলেন পিকআপে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহত পিকআপ চালকের মরদেহ উদ্ধার করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অপর ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার স্টেশনের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে পৌঁছার পূর্বে আহতদের মধ্যে একজন মারা গেছেন বলে এম্বুলেন্সের চালক সূত্রে জেনেছি।”

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহত চালকের মরদেহ ও দূর্ঘটনা কবলিত বাস-পিকআপ জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জিপবোঝাই কাঠ সহ আটক ৪