মালিকের অতিরিক্ত জমা বন্ধ করা সময়ের দাবি

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেছেন, পস মেশিনে অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিল করে সহনীয় পর্যায়ে জরিমানা করা, ২০১৩ সালের সিদ্ধান্ত মোতাবেক বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নগরীতে ৪ হাজার নতুন সিএনজি অটোরিকশা গাড়ীর রেজিস্ট্রেশন প্রদানসহ সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শনিবার চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধ সভায় প্রধান অতিথির বক্তব্যে অলি আহমেদ উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, লায়ন সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য ফিয়ার মোহাম্মদ, কামাল ভান্ডারী, মো: এমরানুল, মো: আলম. মো: লিটন, মো: ইদ্রিস, মো: সিরাজ, আল আমিন, মো: বাবুল প্রমুখ। সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, মালিকের অতিরিক্ত জমা বন্ধ করা সময়ের দাবি। নতুন ৪ হাজার গাড়ী রেজিষ্ট্রেশন দিলে একদিকে বেকারত্ব দূর হবে অন্যদিকে যাত্রীসেবা নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিপিটক রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলে ভর্তি প্রসঙ্গে