বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৫তম খোশরোজ শরীফ যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হবে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের দেশ–বিদেশের শাখা কমিটিসমূহের সদস্যবৃন্দ র্যালি নিয়ে খোশরোজ শরিফে গতকাল শনিবার থেকে আসতে শুরু করেছে। রবিবার রাত ১২টায় সাজ্জাদানশীন হযরত
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর মুনাজাতের মাধ্যমে খোশরোজ শরীফের সমাপ্তি হবে। এদিকে আজ রবিবার বাদ ফযর মাযারে গিলাফ চড়ানো, খতমে কোরান, খতমে গাউসিয়া শরিফ, খতমে খাজেগান, মিলাদ ও মোনাজাতে প্রয়াত আশেক–ভক্তদের রূহের মাগফিরাতসহ সকলের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত এবং স্থানীয় ও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, হুজুরের জীবনী নিয়ে লেখা, জনপ্রিয় পত্রিকায় প্রবন্ধ প্রকাশ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফটিকছড়ি ও ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন এতিম খানায় খাবার বিতরণের ও আয়োজন করা হয়েছে। ব্যাপক আলোক সজ্জা করা হয়েছে মাজার শরীফ সহ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে।