বোয়ালখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আজাদী অনলাইন | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ১০:২৭ অপরাহ্ণ

বোয়ালখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ মো. জাহাঙ্গীর (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতার জাহাঙ্গীর শাকপুরা চৌমুহনী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহাম্মদ মিস্ত্রির ছেলে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন জানান, আসামি জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরের ঘরে বৃদ্ধা মা ছাড়া পরিবারের কেউ না থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, “ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল মা-মেয়ের
পরবর্তী নিবন্ধআলোকিত বড়দিন