সাতকানিয়ার রামপুরে আকাশবৃত্তি উৎসব

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ রামপুর বণিকপাড়া শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে ১৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী ৪৭তম আকাশবৃত্তি বত্রিশ প্রহর উৎসব সম্পন্ন হয়েছে। নন্দনকানন তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে বেদমন্ত্র পাঠ, ধ্বজা উত্তোলন, সংগীতাঞ্জলি, প্রতিমা প্রদর্শনী, সমবেত প্রার্থনা, মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, ধর্মীয় বক্তা ছিলেন উত্তম কুমার চক্রবর্তী, নারায়ণ হরি ধর। গীতা পাঠ করেন অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। শিব প্রসাদ ধরের সভাপতিত্বে ও বাগীশিকের পরিচালনায় গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথি স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা বাগীশিক সভাপতি চন্দন দাশ ও সাধারণ সম্পাদক রাজীব দেব। সোনা রাম ধরের পরিচালনায় দশমহাবিদ্যার গীতি আলেখ্য পরিবেশন করেন শিল্পী অমিত সেন গুপ্ত, সরোজ দেবনাথ ও সানি ধর। স্ক্রিপ্ট পাঠে ছিলেন তিতাস দাশ, রুমা ধর ও সুবর্ণা দাশ। বক্তব্য দেন মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি খোকন ধর, সাধারণ সম্পাদক মেম্বার আশীষ ধর, অর্থ সম্পাদক প্রবীর কান্তি ধর প্রমুখ। উৎসবে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ডা. এস বি ধর সবুজ ও সহযোগী ডা. অশোক দেব। নাম সংকীর্ত্তনের পূর্ণাহুতিতে অংশ নেন সনাতন দাশ। শেষে বিতরণ করা হয় শীতবস্ত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন দরকার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ১৭ মাদক মামলার আসামি ইয়াবাসহ আটক