আসন্ন শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস অনূর্ধ্ব-১৭ তে অংশগ্রহণের জন্য আগামী ২ জানুয়ারি হতে ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলা ও ১৬ জানুয়ারি হতে ২২ জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই কার্যক্রম চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগরের স্থায়ী বাসিন্দা তরুণ ও তরুণী ফুটবলার যাদের জন্ম ০২.০১.২০০৬ইং পর তাদেরকে নিজ নিজ অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি ও ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবিসহ মো. শাহাজাহান, সম্পাদক, ফুটবল কমিটির নিকট এম আজিজ স্টেডিয়ামস্থ কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।