এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের ফেসবুক গ্রুপ আয়োজিত দেশের বিভিন্ন জেলার ১০টি দল নিয়ে দুই দিনব্যাপী ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ বা এফপিএল’র সিজন-৩’র আসর আজ থেকে শুরু হচ্ছে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটির আহবায়ক ফরহাত হাসান টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করে বলেন, সারাদেশের এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ফেসবুক গ্রুপের অধীনে বন্ধুদের নিয়ে আমাদের এই আয়োজন। ১০ জেলার ১০টি দল নিয়ে টি-টেন পদ্ধতিতে ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশের বন্ধুদের সাথে সেতুবন্ধন তৈরী করাই মূল্য লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কোর কমিটির সদস্য পর্যায়ক্রমে রিজওয়ানুল আলম, আবুল কাশেম সোহাগ, আসাদ মাহমুদ, সৈয়দ সুমন, ইকবাল চৌধুরীসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। হালিশহর শারীরিক শিক্ষা মাঠ ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে খেলাগুলো অনুষ্ঠিত হবে।