চট্টগ্রামের বাঁশখালীর জলদী চুনতি অভয়ারণ্যে ৬/৭টি হাতি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে।
বুধবার দুপুরে জলদী অভয়ারণ্য রেঞ্জের চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তারা বনায়ন সহ এলাকা পরিদর্শনকালে হাতির পালটি তাদের সামনে পড়লেও কারো কোনো ক্ষতি করেনি বলে জানান বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।
এ ব্যাপারে বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন, “বুধবার দুপুরে আমরা জলদী অভয়ারণ্য রেঞ্জের চুনতি এলাকায় যখন বনায়ন সহ এলাকা পরিদর্শন করছিলাম তখন একটি হাতির পাল আমাদের সামনে পড়ে। পাহাড়ে হাতির খাবার কমে যাওয়ায় তারা সর্বত্র ঘুরে বেড়ালেও সহজে কারো কোনো ক্ষতি করতে চায় না।”