দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২২ সালের বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী ২০২১-২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছর ও ১ জুলাই ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চেম্বারের প্রাক্তন সভাপতি এম এ লতিফ এমপি, চেম্বার সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ কে এম আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, বেনাজির চৌধুরী নিশান, মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম, ওমর হাজ্জাজ ও পরিচালকমন্ডলী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দসহ চেম্বার সদস্যগণ। প্রেস বিজ্ঞপ্তি।











