মমতা স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মমতা স্কুল অ্যান্ড কলেজ হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও শতভাগ পাস করায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল হক সুমন।

স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম।

বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, অভিভাবকের পক্ষে শামিমা আকতার ও মো. মনির হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবাদ রুখতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে : রানা দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধদুরন্ত দুর্বারের ৩৬ বছর পূর্তি উৎসব