বাংলাদেশী বৌদ্ধদের অন্যতম বৌদ্ধ ভিক্ষু চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথেরর তিন দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আজ প্যারেড ময়দানে শুরু হচ্ছে। যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
২৩ ডিসেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী দিবসে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান জহিরুল ইসলাম দোভাষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












