সাতকানিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাজালিয়া বড়দুয়ারা রাবেয়া খানম কমিউনিটি ওয়েলফেয়ার মাতৃসদন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব চিটাগাং প্রেসিডেন্সি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলার সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দিদারুল ইসলাম। রাবেয়া খানম কমিউনিটি ওয়েলফেয়ার মাতৃসদন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন ও বান্দরবান হাসপাতালের কনসালটেন্ট ডা. নুরুচ্ছফা। প্রেস বিজ্ঞপ্তি।












