বিভিন্ন দলের ফুটবল অনুশীলন এবং জার্সি উন্মোচন অনুষ্ঠান

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

চান্দগাঁও স্পোর্টিং ক্লাব

সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফুল করিম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর ও চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এসরারুল হক এসরাল।

বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা মনসুরুল আলম, ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মঈন উদ্দীন ফরহাদ, সহ সভাপতি বেলাল হোসেন, সম্পাদক মেজবাহ উদ্দীন মিশলু, ক্লাবের অর্থ সম্পাদক আল মামুনুল করিম বিদ্যুৎ, ম্যানেজার যোনাইদ সুমন, কোচ মো. মহসিন সাজু, সদস্য মো. ইলিয়াছ, জাহেদুল ইসলাম, শোয়েব উন নবী, হামাদ হাসান দিলশাদ ও খেলোয়াড়বৃন্দ।

বাঁশখালী উপজেলা ফুটবল দল

বাঁশখালী প্রতিনিধি : সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহনকারী বাঁশখালী উপজেলা ফুটবল দলের অনুশীলন উদ্বোধন করা হয়েছে গত মঙ্গলবার। এদিন সকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলনের উদ্বোধন করেন ফুটবল লিগ উপ কমিটির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও সম্পাদক হামিদ উল্লাহ হামিদ।

ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, কমিটির সদস্য আজগর হোসেন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, আজিজ মনছুর, সাইফুল আজম, জয়নুল আবেদিন রিপন, রিফাদুল ইসলাম রুবেল, মো. মনজুর, প্রশিক্ষক মো. হারুন প্রমুখ। আজ বুধবার সকাল ৮.৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে ১ম ম্যাচে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে।

কল্লোল সংঘ গ্রীন

সিজেকেএস ও সিডিএফ তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী কল্লোল সংঘ গ্রীন দলের প্র্যাকটিস ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্র্যাকটিস ও জার্সি উন্মোচন করেন ২৯ নং ওয়ার্ড পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর ও কল্লোল সংঘ গ্রীনের সভাপতি গোলাম মোহাম্মদ জোবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন জসিমুল হুদা, যুব সংগঠক আনিফুর রহমান লিটু, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন, যুব সংগঠক মারুফুল ইসলাম, কাউসার হিরু, সম্রাট, রুবেল, মো. রাশেদ, সজিব, আমিনুল, মাকসুদ, আরমান, ইফতিসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার, ১ম, ২য় ও ৩য় বিভাগ ক্রিকেটে দলবদল কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধসিজেকেএস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন