সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অন্তত ৩৬টি স্টল স্থান পায়। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, মো. নুরুউদ্দীন রাশেদ, মো. নুরুচ্ছাফা, মোস্তফা আলম সরকার, মো. জিয়াউল কাদের, মো. শাহ্ আলম, মো. হাবিবুর রহমান, আবু বক্কর, শিহাব উদ্দিন, মো. হারুন উর রশীদ প্রমুখ।
প্রর্শনীতে প্রথম হয়েছে উপজেলা কৃষি অফিস, দ্বিতীয় হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৃতীয় হয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।